বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ডাকসু নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এতে হতাশ হওয়ার কিছু নেই। জনগণকে সঙ্গে রেখে মনোবল অটুট রাখতে হবে। ডাকসু নির্বাচন বিএনপির চোখ খুলে দিয়েছে। বাংলাদেশপন্থীদের বিজয় ঠেকাতে ভারতপন্থী ও পাকিস্তানপন্থীদের অশুভ আঁতাত স্পষ্ট হয়ে উঠেছে। ১৯৭১-এর স্বাধীনতা ও ২০২৪-এর গণঅভ্যুত্থানবিরোধী অপশক্তি এক হয়ে এক সর্বনাশা খেলায় মেতে উঠেছে। তাই ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রুহিপাগাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জাকসু নির্বাচনেও শিবিরের কারচুপি ও ষড়যন্ত্র উন্মোচিত হওয়ায় ছাত্রদল বাধ্য হয়ে নির্বাচন বর্জন করেছে। প্রহসনের বিপরীতে প্রতিকার না পেলে কারচুপি ও ষড়যন্ত্রের সাক্ষী হয়ে চুপ করে বসে থাকার দল ছাত্রদল নয়। মূলত গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করতে পরিকল্পিতভাবে নৈরাজ্য, রাজনৈতিক হানাহানি এবং অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করা হচ্ছে-এমনটিই প্রতীয়মান হচ্ছে।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট ঘনিভূত করা হচ্ছে। এই ষড়যন্ত্রে জড়িত রয়েছেন কয়েকজন উপদেষ্টা, নবীন-প্রবীণ কয়েকটি রাজনৈতিক দল এবং কিছু অরাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তি। তবে দেশের জনগণ নির্বাচনের পথে কোনো বাধা বা নৈরাজ্য সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসন ও গণতন্ত্র ছাড়া দেশ চলতে পারে না। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে, নচেৎ দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি হয়ে যাবে।

সম্মেলনে কইচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সায়েদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আলী মাহমুদ, মোর্শেদ আলম, রেজাউল আহসান, জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল আয়ালম চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মির্জা সারওয়ার তাইয়েব এবং উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জাকির হোসেন চঞ্চল প্রমুখ।

আমান উল্লাহ আকন্দ/এআরবি