ভূমিকম্পে কেঁপে উঠল শেরপুর, রাস্তায় নেমে আসেন অনেকে
ভারতের আসামে উৎপত্তি হওয়া ভূমিকম্পে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা শেরপুরে কম্পন অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৩ মিনিটে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। এ সময় শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হঠাৎ কম্পন অনুভব করে অনেক মানুষ বাড়িঘর ও অফিস ছেড়ে বাইরে বের হয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় হালকা কম্পন অনুভূত হয়, জানালা-দরজা কেঁপে ওঠে। এতে আতঙ্কিত হয়ে অনেকে রাস্তায় নেমে আসেন।
‘মাই আর্থকোয়েক এলার্ট’ অ্যাপের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের কোরোবোরি এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৬.২ মাইল। উৎপত্তিস্থল থেকে শেরপুরের দূরত্ব ছিল প্রায় ২৮৪ মাইল।
বিজ্ঞাপন
নাইমুর রহমান তালুকদার/এআরবি