কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্যাপক ভাঙচুর ও দাঙ্গার ঘটনায় দুই টিকিট ইজারাদারসহ প্রায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন।

মামলায় আসামি করা হয়েছে মোহাম্মদ ইব্রাহিম বাবু এবং শাফায়েত মুন্নাকে। তারা দুজনেই সাবেক ফুটবলার এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০০-৭০০ জনকে আসামি করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার বাদী ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন এজাহারে উল্লেখ করেছেন, ইজারাদাররা অতিরিক্ত লাভ, লোভ ও দুরভিসন্ধির কারণে গ্যালারির ধারণ ক্ষমতার তিন চারগুণ টিকিট বেশি দামে বিক্রি করে। তাদের প্রত্যক্ষ সহায়তায় অতিরিক্ত দর্শক গ্যালারিতে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এর পরিণতিতে সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলা ও দাঙ্গার ঘটনা ঘটে। এ সময় ইউএনও, পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) সংশোধন আইন ২০১৯ আইনে এই মামলা করা হয়েছে। মামলার সাক্ষী করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সাত সদস্যকে।

উল্লেখ্য, গত শুক্রবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে রামু ও উখিয়া উপজেলার মধ্যকার ফাইনাল খেলা ঘিরে অতিরিক্ত দর্শক সমাগম ঘিরে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।

ইফতিয়াজ নুর নিশান/এমএন