জুলাই সনদের আইনি ভিত্তি, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখা।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহরের মিঠাপুকুরপাড় জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিঠাপুকুরপাড় মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সভাপতি মাও. আমিরুল আলম সিদ্দিকি, সেক্রেটারি, ডা. মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মাও. মোহাম্মাদুল্লাহ আরেফি, সহ-সেক্রেটারি অ্যাড. বালী নাছের ইকবাল প্রমুখ।

বক্তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানান।

৬ দফা দাবিগুলো হচ্ছে,  জুলাই সনদের আইনি ভিত্তি, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, পিআর পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা,  আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।

শেখ আবু  তালেব/এআরবি