আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে গত ৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকার গ্রীন রোডে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ওয়াইডব্লিউসিএ ফ্রি স্কুল এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসাথে তাদেরকে স্ন্যাকস ও চকলেট প্রদান করা হয়।

এ সময় ইনার হুইল ক্লাব জাহাঙ্গীরনগর ঢাকা এর সভাপতি সেলিনা রহমান, সাধারণ সম্পাদক বেগম সালমা আসিফ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ওয়াইডব্লিউসিএ ফ্রি স্কুল এর প্রধান শিক্ষিকা, জেনারেল সেক্রেটারি ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ বাড়ানোর লক্ষেই এই কার্যক্রম পরিচালিত হয়।

এমএএস