ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রশিক্ষণরত রংপুর মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ সাহা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালের দিকে বিএমইউ নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

ডা. সৌরভ সাহা মাগুরার সদর উপজেলার জাগলা গ্রামের প্রয়াত ব্যবসায়ী সমীর কুমার সাহার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সৌরভ সাহা একজন মেধাবী ডাক্তার এবং একজন প্রগতিশীল ও মানবিক মানুষ ছিলেন। দরিদ্র সংগ্রামের মধ্য দিয়ে তার বাবা সমীর কুমার সাহা সন্তানদের পড়া লেখার খরচ বহন করেছেন। ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় বাবা মারা যান। প্রতিসপ্তাহে গ্রামের বাড়িতে ফিরে বিনামূল্যে গ্রামের রোগীদের সেবা দিতেন ডা. সৌরভ। স্বপ্ন ছিল বড় চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করবেন। ইতোমধ্যে জয় করেছেন হেপাটোবিলিয়ারি সার্জারিতে এফসিপিএস ও এমএস পেজ এ। গত বছরই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এদিকে ডা. সৌরভ সাহার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন দেশের চিকিৎসক সমাজসহ বিভিন্ন স্তরের শ্রেণি-পেশার মানুষ।

ডা. সৌরভ সাহার শিক্ষক ডা. নওশাদুজ্জামান হিরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ছেলেটি সারাটা জীবন শুধু অমানুষিক পরিশ্রম ও কষ্টই করে  গেল। একান্ত নিজের জন্য যখন পাওয়ার প্রবেশদ্বারে, ঠিক তখনি সৃষ্টিকর্তা ওকে নিজের কাছে নিয়ে  গেলেন। জীবন আর ক্যারিয়ার নিয়ে কতশত আক্ষেপ আমাদের, অথচ মৃত্যু কত নিকটে। সৌরভ এর বিদেহী আত্মার শান্তি কামনা কর।’

ডা. সৌরভের পরিবার ঘনিষ্ঠ সুদেব চক্রবর্তি জানান, ঢাকা থেকে মরদেহ মাগুরা আনার পর রাতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।

তাছিন জামান/এমএন