পালিয়ে বাসায় ফিরলেন সৌদিতে অপহৃত ফেনীর যুবক
সৌদি আরবের রিয়াদে অপহরণের শিকার ফেনীর পরশুরামের যুবক আবদুস সালাম ভূঁইয়া সজীব (২৮) অবশেষে বাসায় ফিরেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অপহরণকারীদের বন্দিদশা থেকে পালিয়ে তিনি নিজেকে রক্ষা করেন। এর আগে অপহরণকারীরা তাকে লোহার শিকলে বেঁধে নির্যাতন করে ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
সজীব, ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
বিজ্ঞাপন
ভুক্তভোগীর পরিবার জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) রিয়াদের যেদিদ সানাইয়া এলাকার একটি কোম্পানির অফিসের সামনে থেকে সজীবকে একটি গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। পরদিন সকালে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তারা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে সজীবকে হত্যা করার হুমকিও দেওয়া হয়। এরপর সজীবের কর্মস্থলের পক্ষ থেকে সৌদি আরবের পুলিশের কাছে অভিযোগ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সজীবের বড় ভাই আবদুল খালেক বলেন, অপহরণের পর পুলিশ ও প্রবাসীরা তাকে খুঁজে বের করতে দিনরাত চেষ্টা চালিয়েছে। অপহরণকারীরা বিষয়টি বুঝতে পেরে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় সজীব একটি বাসার দোতলা থেকে লাফিয়ে পড়ে রাস্তায় দৌড়ে চলে আসে। পরে এক গাড়ি চালকের সহায়তায় সে আমাকে ফোন করে। এরপর রিয়াদের গেদিম সানাইয়া ফয়সালিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসি। তাকে শারীরিকভাবে মারধরসহ নানা নির্যাতন করা হয়েছে।
সজীবের আত্মীয়, প্রবাসী সাইদুল হক বলেন, তার হাতে স্টিলের শিকল লাগানো ছিল। অপহরণকারীদের বিরুদ্ধে থানায় মামলা করার পর তাকে চিকিৎসার জন্য সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সজীবের মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন প্রবাসীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আত্মীয়-স্বজনরা। এই ঘটনায় রিয়াদ, দাম্মাম ও জেদ্দায় কর্মরত প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বাংলাদেশ দূতাবাস ও সৌদি সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঢাকা পোস্ট কে বলেন, অপহৃত যুবকের উদ্ধারের বিষয়ে আমরা অবগত। এর আগেও তার বাবা থানায় এসে বিস্তারিত জানিয়েছিলেন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
তারেক চৌধুরী/এআরবি