ফেনীর ফুলগাজীতে খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী করকে অবসরে ভিন্নধর্মী সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী। ৩০ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিদায় মুহূর্তে আবেগে ভেসেছেন শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামের মানুষ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা শেষে ফুলসজ্জিত প্রাইভেটকারে করে তাঁকে পৌঁছে দেওয়া হয় পরশুরাম উপজেলার তালবাড়িয়া গ্রামের বাড়িতে।

ফুলগাজীর খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী করের ৩০ বছরের শিক্ষকতা জীবনের বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। এদিন বিদ্যালয় মাঠে তার সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়। যেখানে গ্রামের প্রতিটি পরিবার তাকে উপহার দেন। একপর্যায়ে অভিভাবক, ছাত্র-ছাত্রী ও গ্রামের মানুষজন তার বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম।

রহিমা বেগম নামে গ্রামের এক বাসিন্দা বলেন, তিনি দীর্ঘ চাকরি জীবনে শিক্ষকতার পাশাপাশি আমাদের খুব কাছের একজন হয়ে উঠেছিলেন। যখনই আমাদের কোনো সমস্যা হতো, সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। গ্রামের সব শিশুদের প্রতি তাঁর বাড়তি আন্তরিকতা ও যত্নের জন্য তাকে সবসময় স্মরণ রাখব।

সংবর্ধনা আয়োজক কমিটির সদস্য ইদ্রিস মজুমদার বলেন, ম্যাডাম এ বিদ্যালয়ে যোগদানের পর গ্রামের মানুষকে শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতেন। মানুষকে সঠিক দিকনির্দেশনা দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেন। এ গ্রামের উন্নয়নে তাঁর অবদান রয়েছে। সেজন্য গ্রামবাসীর পক্ষ থেকে বিদায়বেলায় কিছু আয়োজন করা হয়েছে।

এ ব্যাপারে বিদায়ী শিক্ষক শিখা রানী কর বলেন, ১৯৯৫ সালের ১ জুন দক্ষিণ গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর খাজুরিয়া গ্রামের শিক্ষানুরাগী মাস্টার নাসির উদ্দিন আমাকে বদলি করিয়ে এখানে নিয়ে আসেন। গ্রামের মানুষকে আমি নিজের পরিবারের সদস্য মনে করতাম। শিক্ষার্থীদেরকে সবসময় ভালোবাসা ও শাসনের মধ্যে আগলে রেখেছি। এ গ্রামের মানুষ আমার বিদায়বেলায় যে সম্মান দিয়েছে তা কখনো ভুলব না।

বিদ্যালয়ের দাতা সদস্য রহিম উদ্দিন মজুমদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুসলেহ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবু মুছা ও পরশুরাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহির উদ্দিন টিপু।

তারেক চৌধুরী/এআইএস