সৈয়দপুরে বিএনপির সাইনবোর্ড টাঙিয়ে মার্কেট দখলের অভিযোগ
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাইনবোর্ড টাঙিয়ে একটি মার্কেট দখলের অভিযোগ উঠেছে। বাঙালিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আমিনুল ইসলাম।
আমিনুল ইসলামের অভিযোগ, বাঙালিপুর চৌমুহনী বাজারে তার একটি মার্কেট রয়েছে। তিনি ২০১১ সালে জমি কিনে সেখানে মার্কেটটি নির্মাণ করেন। সেখানে গোডাউন ও দোকান ভাড়া দেওয়া আছে। মার্কেটের পেছনে কিছু খালি জায়গা রাখা হয়েছিলো। গত শুক্রবার বিকেলে রেজাউল খান রেজা তার সহযোগীদের নিয়ে এসে মার্কেটটি জোর করে দখল করেন। বাঁধা দিলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে মার্কেটের দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
আমিনুল ইসলাম দাবি করেন, রেজা মার্কেট ছাড়ার জন্য তার কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আরও ক্ষতি করার হুমকি দেন। এরপর মার্কেটে বিএনপির ইউনিয়ন কার্যালয়ের সাইনবোর্ড লাগানো হয়।
অভিযুক্ত রেজাউল খান রেজা অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারও মার্কেট দখল করিনি। জায়গাটি আমার নিজস্ব ক্রয়কৃত জমি। সেখানে আমি সাইনবোর্ড লাগিয়েছি।
বিজ্ঞাপন
সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, ঘটনার কথা শুনেছি, খোঁজখবর নেওয়া হচ্ছে। দলের নাম ভাঙিয়ে কেউ দখল বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।
এআরবি