আরিচা-কাজিরহাট নৌপথের পাবনার কাজিরহাট ফেরিঘাট পন্টুনের ওপর পণ্যবোঝাই ট্রাকের যান্ত্রিক ত্রুটির কারণে সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন পারাপার হতে আসা যানবাহনের চালক ও শ্রমিকেরা।

শুক্রবার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ থাকায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আবুল্লাহ।

তিনি বলেন, পাবনার কাজিরহাট ফেরিঘাট পন্টুনের ওপর পণ্যবাহী ট্রাকের এক্সেল ভেঙে যায়। কোনোভাবেই বিকল ওই ট্রাকটিকে পন্টুন থেকে সরানো যায়নি। এ কারণে ওই পন্টুন দিয়ে গাড়ি লোড-আনলোড বন্ধ রয়েছে। আর বিকল্প কোনো পন্টুন না থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আবু আবুল্লাহ আরও বলেন, আরিচা-কাজিরহাট নৌপথে তিনটি ফেরি চলাচল করে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ফেরি বিকল হয়ে কারখানায় রয়েছে। পন্টুন থেকে বিকল ট্রাকটি সরানোর কাজ চলছে। 

সোহেল হোসেন/এমএসআর