নোয়াখালীতে আরও ৯১ জনের করোনা শনাক্ত
নোয়াখালীতে নতুন করে ৯১ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৫৯ জনে। নতুন আক্রান্তের হার শতকরা ২৪ দশমিক ৫৯ ভাগ। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো প্রাণহানি হয়নি। এখন পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ১২৯।
শুক্রবার (১৮ জুন) রাত ১১টা ২০ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
বিজ্ঞাপন
সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৩১৩টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৪০ জন, বেগমগঞ্জের ১৬ জন, হাতিয়ার দুইজন, সুবর্ণচরের একজন, সোনাইমুড়ীর পাঁচজন, চাটখিলের পাঁচজন, সেনবাগের পাঁচজন, কোম্পানীগঞ্জের ১৩ জন ও কবিরহাটের চারজন রয়েছেন।
এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১০ হাজার ১৫৯ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ৮৫১ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৩০৮ জন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৯ জনের। যার মধ্যে সদরের ২৪ জন আর বিভিন্ন উপজেলার ১০৫ জন।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ জুন থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। কিন্তু সংক্রমণ বৃদ্ধি অব্যহত থাকায় দ্বিতীয় দফায় গত ১২ জুন আরও সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেন ওই কমিটি। দুই দফায় ১৩ দিনের লকডাউন শেষ হলেও কমছে না আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলমান লকডাউনের সময়সীমা আবারও সাত দিন বাড়িয়ে ২৫ জুন পর্যন্ত করা হয়েছে।
হাসিব আল আমিন/ওএফ