ভোলায় ২৬ বরফকল সিলগালা
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে ২৬টি বরফকল সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে মৎস্য বিভাগ। একইসঙ্গে বরফ মজুদের দায়ে সাতটি ফিশিং বোটকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে চরফ্যাশনের চরমাদ্রাজ, বেতুয়া, নতুন ফ্লুইসগেট, সামরাজ ঘাট, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট ও আটকপাটসহ মেঘনা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু ঢাকা পোস্টকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর সহযোগিতায় এসব অভিযান চালানো হয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন বরফকলগুলো বন্ধ রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে জেলা মৎস্য বিভাগ জানায়, একদিনে ভোলা সদর উপজেলার মেঘনা নদী থেকে ২ হাজার মিটার, লালমোহনে ৫ হাজার মিটার এবং মনপুরা উপজেলায় ১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। মনপুরা থেকে একটি ট্রলারও জব্দ করা হয়। দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে দুজন জেলেকে আটক করা হয়েছে।
মা ইলিশ রক্ষা কার্যক্রমে প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খাইরুল ইসলাম/এআরবি