টাঙ্গাইল-২ (ভুঞাপুর-‌গোপালপুর) আস‌নের সা‌বেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামা‌নের স্ত্রী, ঢাকা ক্লা‌বের সভাপ‌তি খন্দকার ম‌শিউজ্জামান রো‌মে‌ল ও সংর‌ক্ষিত আস‌নের সংসদ সদস্য অপরা‌জিতা হ‌কের মা কুলছুম জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শ‌নিবার (১৯ জুন) ভো‌রে বার্ধক্যজ‌নিতসহ বি‌ভিন্ন রো‌গে আক্রান্ত হ‌য়ে ঢাকার এভার‌কেয়ার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন তার ছেলে খন্দকার ম‌শিউজ্জামান রো‌মেল।

মরহুমা কুলছুম জামান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর শাশুড়ি। 

গোপালপুর উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মিয়া জানান, ঢাকার গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা শেষে তাকে টাঙ্গাইল আনা হবে। খন্দকার কুলছুম জামা‌নের দ্বিতীয় জানাজা নামাজ তাদের গ্রা‌মের বা‌ড়ির টাঙ্গাই‌লের গোপালপু‌রের নারুচী‌তে অনু‌ষ্ঠিত হ‌বে। এরপর পারিবা‌রিক কবরস্থা‌নে তার স্বামী মরহুম খন্দকার আসাদুজ্জামা‌নের কব‌রের পা‌শে দাফন করা হ‌বে। 

অভিজিৎ ঘোষ/এসপি