বাজারে এলো মেঘনা গ্রুপের ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’
দেশের নির্মাণসামগ্রী খাতে নতুন মাত্রা যোগ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল)। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো বাজারে এনেছে বিশেষ প্রযুক্তিতে তৈরি ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’। যা ছাদ, বিম ও কলামের কাজের জন্য বিশেষভাবে উপযোগী।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধার এসকেএস ইন রিসোর্টে এই সিমেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ডিজিএম (বিক্রয় ও বিপণন) আশিক আহমেদ এবং সিনিয়র ম্যানেজার (বিক্রয় ও বিপণন) মো. হুমায়ুন কবির।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেসার্স নর্থ বেঙ্গল মোটরসের সত্ত্বাধিকারী জনাব আইনুদ্দিন, মেসার্স কাসেম ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. আশরাফুল ইসলাম রাজু, মেসার্স আয়াত লোহা ঘরের সত্ত্বাধিকারী মো. মইনুদ্দিন হিমেল, মেসার্স এম এম ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. মারজু মিয়া রকন, মেসার্স সরকার ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. আহাদ সরকার এবং মেসার্স সিনহা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. মজিদুল হক টিটু। এছাড়া শতাধিক স্থানীয় খুচরা বিক্রেতা, ঠিকাদার, প্রকৌশলী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউসিআইএল জানায়, এটি একটি বিশেষ ব্লেন্ডেড সিমেন্ট, যা পোর্টল্যান্ড সিমেন্ট (ওপিসি) এবং পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের (পিসিসি) শ্রেষ্ঠ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। ফলে এটি দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এই সিমেন্ট ব্যবহারে ছাদ, বিম ও কলামের কাজ হয় দ্রুত, শক্তিশালী ও ১৮ শতাংশ পর্যন্ত খরচসাশ্রয়ী। প্রথম দুই দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে। র্যাপিড হার্ডেনিং হওয়ায় শাটারিং কম লাগে, ফলে নির্মাণ ব্যয় কমে। এতে রয়েছে ৮০–৯৪% ক্লিঙ্কার, যা সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি শক্তি প্রদান করে।
দেশের অবকাঠামোগত উন্নয়নে নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর নির্মাণসামগ্রী সরবরাহই তাদের মূল লক্ষ্য।
রিপন আকন্দ/আরকে