রংপুরে বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে সাড়ে ৮ লাখ শিশু
রংপুরে শিশুদের টাইফয়েড প্রতিরোধে আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া টিকাদান ক্যাম্পেইনে এক মাসে সিটি করপোরেশনসহ আট উপজেলায় সাড়ে ৮ লাখের বেশি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকা বিষয়ে সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত ‘কনসালটেশন ওয়ার্কশপ’ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
‘শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় জেলা তথ্য অফিস এর আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপে জানানো হয়, দেশব্যাপী ৯ মাস হতে ১৫ বছর কম বয়সি সব শিশুদের এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি) টিকা দেওয়ার অংশ হিসেবে রংপুরের আট উপজেলায় আগামী ১২ অক্টোবর থেকে এই টিকা দেওয়া শুরু হবে।
বিজ্ঞাপন
টাইফয়েড ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত একটি রোগ যেটি দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। টাইফয়েড টিকা নেওয়ার মাধ্যমে টাইফয়েড জ্বর ও জ্বরজনিত জটিলতা প্রতিরোধ করা যায়।
আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ এর আওতায় রংপুরের আট উপজেলায় ৬ লাখ ৪৮ হাজার ৮৫৪ জন শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে (বুধবার দুপুর পর্যন্ত) ১ লাখ ৭৬ হাজার ৭৫৬ জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। এছাড়া, রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ড এলাকায় ২ লাখ ১০ হাজার ৬১৯ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এ পর্যন্ত ৩৬ হাজার ৮৬ জন রেজিস্ট্রেশন করেছে।
টিকাদান ক্যাম্পেইন চলাকালে ৯ মাস বয়সি থেকে ১৫ বছরের কম বয়সি সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত প্রত্যেক ছাত্র-ছাত্রী এক ডোজ করে টাইফয়েড টিকা পাবে। স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইপিআই টিকাদান কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।
টিকা নেওয়ার জন্য শিশুর অনলাইনে বিদ্যমান ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। যাদের জন্ম নিবন্ধন নম্বর অনলাইনে নেই বা পূর্বে জন্ম নিবন্ধন করা হয়নি তাদেরকে নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগপূর্বক অনলাইন জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে।
কনসালটেশন ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইউনিসেফ প্রতিনিধি মঞ্জুর আহমেদ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরীক্ষিত। সবার সহযোগিতায় আমরা শিশুদের টিকাদান কার্যক্রমকে একটি উৎসবে পরিণত করতে চাই। কেউ যাতে এ টিকা নিয়ে গুজব সৃষ্টি কিংবা জনমনে আতঙ্ক তৈরি করতে না পারে, এজন্য গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।
এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন। স্বাগত বক্তব্যে টাইফয়েড টিকার গুরুত্ব এবং এ ক্যাম্পেইন সফল করতে বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির।
ফরহাদুজ্জামান ফারুক/বিআরইউ