ময়মনসিংহের ভালুকায় বেতন পরিশোধে বিলম্বের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন মুলতাজিম স্পিনিং মিলের শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল পৌনে ৩টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত উপজেলার ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

এ সময় শ্রমিকদের অবরোধে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন না পাওয়ায় তারা চরম ভোগান্তিতে রয়েছেন। বার বার দাবি জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ এনিয়ে কোনো পদক্ষেপ নেয়নি, তাই তারা বেতন আদায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবীর ঢাকা পোস্টকে বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

আমান উল্লাহ আকন্দ/আরএআর