শরীয়তপুরে ট্রাকভর্তি অবৈধ পলিথিন জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
শরীয়তপুরের জাজিরায় একটি ট্রাক থেকে ২৭ বস্তা অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ হওয়া পলিথিনের ওজন প্রায় ৪০০ কেজি। অভিযানে মো. রাছেল হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার নাওডোবা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়।
বিজ্ঞাপন
সেনাবাহিনীর সহায়তায় চালানো এই অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকে থাকা ২৭ বস্তা পলিথিন জব্দ করা হয়। এসব অবৈধ পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে ট্রাকচালককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, অবৈধ পলিথিন পরিবেশ দূষণের অন্যতম কারণ। এটি মাটির উর্বরতা হ্রাস ও ড্রেনেজ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জাজিরা উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
নয়ন দাস/বিআরইউ