জাতীয় পতাকা অবমাননা, তরুণ আটক
গাইবান্ধায় জাতীয় পতাকার দণ্ডে জুতা তুলে বিতর্কের জন্ম দেওয়া মিরাজ (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটক তরুণ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাসিন্দা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জাতীয় সংগীত চলাকালীন সময়ে মিরাজ নামের এক তরুণ পতাকার দণ্ডে জুতা তুলছেন। তার আশপাশে আরও কয়েকজন তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বিজ্ঞাপন
ভিডিওটি ভাইরাল হতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ ঘটনার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মিরাজকে আটক করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ জানিয়েছে, ভিডিওটি সে প্রায় পাঁচ-ছয় মাস আগে করেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।
রিপন আকন্দ/এমজে