চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬৮
চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩.৯৭ শতাংশ। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২ জনে।
শনিবার (১৯ জুন) রাতে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের কাছে ১৩৩টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে শনাক্ত হয় ৬৮ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৯১ জনে।
বিজ্ঞাপন
নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জনই দামুড়হুদা উপজেলার বাসিন্দা। অন্যদের মধ্যে সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গার আটজন এবং জীবননগরের আটজন রয়েছে।
এদিন জেলা স্বাস্থ্য বিভাগ নতুন করে ১২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠিয়েছে। এ নিয়ে মোট ১১ হাজার ৭৭৬ জনের নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এসেছে ১১ হাজার ৩১৫ জনের।
বিজ্ঞাপন
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে যা একদিনে মৃত্যুর রেকর্ড। মৃতদের মধ্যে দুইজন সদর উপজেলার, দুইজন দামুড়হুদা উপজেলার এবং একজন জীবননগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়াল। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৭৩ জনের ও জেলার বাইরে নয়জনের। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে কেউ সুস্থ হয়নি। তবে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।
বর্তমানে চুয়াডাঙ্গায় মোট করোনা রোগীর সংখ্যা ৫৭১ জন। তার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯২ জন, আলমডাঙ্গা উপজেলায় ৫৬ জন, দামুড়হুদা উপজেলায় ২২৯ জন এবং জীবননগর উপজেলায় ৯৪ জন রয়েছে।
সদর উপজেলার ১৯২ জনের মধ্যে ১৮ জন হাসপাতালে, ১৭৩ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং একজনকে রেফার্ড করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলার ৫৬ জনের মধ্যে ৫০ জন বাড়িতে, পাঁচজন হাসপাতালে এবং একজনকে রেফার্ড করা হয়েছে।
দামুড়হুদা উপজেলার ২২৯ জনের মধ্যে বাড়িতে ২০৮ জন, হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিচ্ছেন এবং রেফার্ড করা হয়েছে দুইজনকে। জীবননগর উপজেলার ৯৪ জনের মধ্যে ছয়জন হাসপাতালে এবং ৮৬ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, শনিবারের ফলাফলে জেলায় নতুন করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলায় প্রয়োজনীয় সংখ্যক নার্স এবং পর্যাপ্ত ওষুধ রয়েছে এবং অক্সিজেনের কোনো সংকট নেই।
আফজালুল হক/এসপি