চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে মালেকা খাতুন (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ছয় মাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে যাওয়ার পথে সন্ধার দিকে তার মৃত্যু হয়।

নিহত মালেকা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকচন্দ্র ইউনিয়নের আসনার ক্যাম্পপাড়া গ্রামের শফিকুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মালেকা খাতুন স্থানীয় একটি পাখিভ্যানে চড়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। হঠাৎ চলন্ত অবস্থায় তার পরা বোরকার অংশ ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জেসমিন আক্তার জানান, মালেকার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পরিবারের সদস্যরা মালেকাকে নিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন। তবে সেখানে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানিয়েছেন, রাজশাহী মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মালেকা খাতুনকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আফজালুল হক/এমটিআই