মানুষের ফাঁদে আটকে পড়া বানরটির চোখে ছিল বাঁচার বোবা আকুতি
সুন্দরবনে হরিণ ধরার ফাঁদে আটকে পড়া একটি বানরকে উদ্ধার করে চিকিৎসা শেষে আবার বনে ছেড়ে দিয়েছে বন বিভাগ। শনিবার (১৮ অক্টোবর) পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের ঘাগড়ামারী এলাকায় এ ঘটনা ঘটে।
একটি ছবিতে দেখা গেছে, ফাঁদে আটকে পড়া বানরটি নির্লিপ্ত অবস্থায় চেয়ে আছে। এটির চোখে মুখে ছিল বাঁচার বোবা আকুতি।
বিজ্ঞাপন
বন বিভাগের কর্মকর্তারা জানান, বনকর্মীরা “প্যারালাল লাইন সার্চিং” পদ্ধতিতে ফুট প্যাট্রোল চালানোর সময় ঢাংমারী এলাকার জঙ্গলে একটি ফাঁদে আটকে থাকা বানরকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে বানরটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদে বনে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে ওই এলাকায় হরিণ ধরার জন্য পাতা আরও ১০টি সিটকা ফাঁদ অপসারণ করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, “হরিণ শিকারিরা শুধু হরিণই মারে না, তাদের ফাঁদে অনেক সময় অন্য প্রাণিও মারা যায়। গত পাঁচ মাসে আমরা যত ফাঁদ অপসারণ করেছি, তা না করলে শত শত হরিণসহ অন্য প্রাণীর জীবনহানি ঘটত। আমরা প্রাণ বাঁচানোর কাজ করছি তাই সবাইকে অনুরোধ করব এইসব প্রাণিহন্তাকারীদের সহযোগিতা না করতে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “আপনারা তাদের কাছ থেকে মাংস কিনবেন না, বরং আমাদের জানাবেন। সুন্দরবনকে বাঁচাতে আমাদের সকলেরই ভূমিকা আছে।”
উল্লেখ্য, সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বন বিভাগ নিয়মিত টহল ও অভিযান চালাচ্ছে। গত কয়েক মাসে বিভিন্ন রেঞ্জে শতাধিক ফাঁদ জব্দ করা হয়েছে এবং বেশ কয়েকজন শিকারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
শেখ আবু তালেব/এমটিআই