রাজশাহীতে ধসে পড়ল বহুতল ভবন
রাজশাহী নগরীতে চারতলা একটি ভবন ধসে পড়েছে। রোববার (২০ জুন) বেলা ৩টার দিকে নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপর সেখানে উদ্ধার অভিযান শুরু করেন দমকল বাহিনীর কর্মীরা।
রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি তৈরি করেন আকতারুজ্জামান বাবলু নামে এক ব্যক্তি। নির্মাণ সামগ্রীর নিম্নমানের কারণেই ভবনটি ধসে পড়েছে।
তিনি বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। সেটির নিচতলা স্থানীয় লোকজন গ্যারেজ হিসেবে ব্যবহার করতেন। আজও সেখানে তিনটি প্রাইভেটকার এবং দুটি ভ্যান রাখা ছিল। ভবনটি ধসে পড়ায় সেগুলোও চাপা পড়েছে। ধসে পড়ার সময় পাশের দুটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিজ্ঞাপন
ফেরদৌস/এমএএস/জেএস