গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এএ নিটসপিন লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, দুপুরে হঠাৎ কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বের হয়ে যান। তারা বকেয়া বেতন দাবি করে ঢাকা-ময়মনসিংহ সড়কে নেমে পড়েন। এ সময় শ্রমিকদের মধ্যে উতপ্ত পরিস্থিতি বিরাজ করলে পুলিশ তাদের বাধা দেন। পরে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন সময় মতো দেওয়া হয়নি। এ নিয়ে একাধিকবার মালিক পক্ষের কাছে আবেদন করা হয়েছে। পরে শ্রমিকরা গত দুদিন আগে কর্মবিরতি দিলেও মালিকপক্ষ আজ বেতন পরিশোধের আশ্বাস দেন। সময় মতো বেতন না দেওয়ায় ফের শ্রমিকরা কর্মবিরতি দিয়ে সড়ক অবরোধ করেন।
বিজ্ঞাপন
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। পরে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
আরএআর