বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন নৌকার আবুল হাশেম
আবুল হাশেম খান
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই আসনে নৌকা-লাঙ্গল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। মনোনয়ন প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাশেম খান।
বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান। কুমিল্লা স্থানীয় সরকারের উপপরিচালক শওকত উসমান বলেন, জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে বিষয়টি আগামী ২৪ জুন আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিজ্ঞাপন
এই আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ১৫ জুন মনোনয়নপত্র জমার শেষ দিনে মাত্র দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এই দুইজনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল। এ বিষয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিনের মুঠোফোনে কয়েকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিজ্ঞাপন
এমএসআর