স্বজনদের আহাজারি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্কুলমাঠ থেকে হৃদয় (২৫) নামে এক যুবকের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুন) বিকেল ৩টার দিকে হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হৃদয় হাজীগঞ্জ উচাবাড়ির এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে এলাকায় খবর ছড়ায় স্কুলমাঠে একজনের লাশ পড়ে রয়েছে। এ খবরে স্বজনরা লাশটি হৃদয়ের বলে শনাক্ত করে।

হৃদয়ের বড় ভাই মো. রনি বলেন, শনিবার রাত ১২টার দিকে বাসা থেকে বের হয় আর বাসায় আসেনি হৃদয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি তার ভাই খুন হয়েছেন। স্কুলমাঠের পানিতে তার ভাইয়ের রক্তমাখা নিথর দেহ পড়ে রয়েছে।

তিনি আরও বলেন, তার ভাই স্থানীয়ভাবে বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করত। কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। তবে মাদকাসক্ত বন্ধু-বান্ধবের সঙ্গে হৃদয়ের চরাফেরা ছিল। ভাইবোনের মধ্যে হৃদয় ছিল দ্বিতীয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্বে এ ঘটনা বলে ধারণা করা হচ্ছে। লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পরই বলা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
 
রাজু আহমেদ/এমএসআর