বান্দরবানের আলীকদমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হিররাম ম্রো (১৯) নামে সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। এ নিয়ে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে।

জানা গেছে, আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের ২ নং ওয়াড়ের রুইতন কার্বারী পাড়ার বাসিন্দা হিররাম ম্রো। ডায়রিয়ায় তার অবস্থা অবনতি হলে নবনির্মিত করুকপাতা সড়কের যোগাযোগ বিছিন্ন থাকায় আড়াই ঘণ্টা হেঁটে এবং দেড় ঘণ্টা নৌকায় করে সদরে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কিন্তু আসার পথেই তিনি মারা যান।

স্থানীয় ও চেয়ারম্যান সূত্রে জানা যায়, ২১ জুন পর্যন্ত মোট ১২ জন ডায়রিয়ায় মারা গেছে। তার মধ্যে মেনলিউ পাড়া ও মাংরুমে এক বুদ্ধি প্রতিবন্ধীসহ ১০ জন, সোনাবি পাড়া এবং রুইতন কার্বারীপাড়ায় একজন করে মারা গেছে।

৪ নং করুকপাতা ইউপি চেয়ারম্যান বলেন, হিররাম ম্রো হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন। রাতেই তার সৎকার করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহতাব উদ্দিন জানান, রুইতন কার্বারী পাড়ার সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তবে তিনি কি কারণে মারা গেছে তা সঠিকভাবে বলতে পারছি না। যিনি নিয়ে এসেছেন তিনি আরেক পাড়ার বাসিন্দা।

রিজভী রাহাত/এসপি