বরিশালের ৯ উপজেলার ৫০ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চল‌ছে‌। বৈ‌রী আবহাওয়া উ‌পেক্ষা ক‌রে সোমবার (২১ জুন) সকাল ৮টা থে‌কে ৪৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম ঢাকা পোস্ট‌কে জানান, ভোটগ্রহণ শুরুর পর থে‌কে এখন পর্যন্ত কোথা থে‌কে কোনো অ‌ভি‌যোগ আসেনি। পর্যাপ্ত আইন শৃঙ্খলারক্ষাকা‌রী বা‌হিনী মোতা‌য়েন করা আছে। কেউ আইন লঙ্ঘন কর‌তে পার‌বেন না।

জানা গেছে, প্রথম ধাপের ইউপি নির্বাচনে বরিশাল সদর উপজেলার চারটি, বাবুগঞ্জের চারটি, গৌরনদীর সাতটি, বানারীপাড়ার সাতটি, বাকেরগঞ্জে ১১টি, হিজলার চারটি, মেহেন্দীগঞ্জের দুটি, মুলাদীর ছয়টি এবং উজিরপুর উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ চল‌ছে।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর এবং গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এবং বাকি সব ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

৯টি উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৪৬৩ জন। এর মধ্যে নারী ভোটার ৪ লাখ ৫২ হাজার ৩৩০ এবং পুরুষ ভোটার ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন। ৪৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২ হাজার ৯৬৮টি কক্ষে ভোটগ্রহণ হ‌চ্ছে।

ব‌রিশাল জেলা পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, আইনশৃঙ্খলা রক্ষায় অ‌তি‌রিক্ত ২৯০০ জন পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। দা‌য়িত্ব পালন কর‌ছে কোস্টগার্ড। ভোট কারচু‌পি ঠেকা‌তে নির্বা‌হী ম্যাজি‌স্ট্রেট দা‌য়িত্ব পালন কর‌ছেন।

স‌রেজ‌মিনে মুলাদী, ব‌রিশাল সদর, বাবুগঞ্জ উপ‌জেলা ঘু‌রে দেখা গে‌ছে, সকাল থে‌কেই উ‌ল্লেখযোগ্য সংখ্যক ভোটার কে‌ন্দ্রে কে‌ন্দ্রে উপ‌স্থিত র‌য়ে‌ছে। ত‌বে দুএক জায়গায় ব্যালট না দেওয়ার অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন ভোটাররা।

সৈয়দ মে‌হেদী হাসান/এসপি