সিরাজগঞ্জের শাহজাদপুরে একই দিনে দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে পৃথক স্থানে এ দুটি ঘটনা ঘটে।

এ দিন সকালে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং আরেক ঘটনায় স্বামীকে ভুল ওষুধ খাইয়ে হত্যার অভিযোগে উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

প্রথম ঘটনাটি ঘটে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্ব চরেকৈজুরি এলাকায়। বুধবার সকালে রাস্তায় পড়ে থাকা সিরাজুল মণ্ডল (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সিরাজুল মণ্ডল ওই ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।

জানা গেছে, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে আসেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর কেউ একজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর ফেরেননি। ভোরে মুসল্লিরা ফজরের নামাজে যাওয়ার পথে রাস্তার পাশে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অন্যদিকে, একই উপজেলার নন্দলালপুর গ্রামে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী তানজিলার (২০) বিরুদ্ধে। নিহত আব্দুল করিম (২৫) ওই গ্রামের নবী মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বিয়ের আগে থেকেই তানজিলার প্রতিবেশী নূর আলম ওরফে নাহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও তারা যোগাযোগ রাখতেন। পরে বুধবার সকালে স্বামীকে সরিয়ে দিতে নাহিদের পরামর্শে তানজিলা করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। এতে করিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হয়, পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

শাহজাদপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, গ্যাস ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার বিষয়ে স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় কাউকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহজাদপুর থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মিজানুর বলেন, পৃথক দুইটি জায়গা থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত কাজ চলমান রয়েছে। 

নাজমুল হাসান/আরকে