বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন রাবার বাগান থেকে আব্দুল শুক্কুর নামে রোহিঙ্গা যুবকের  ঝুলন্ত মরদেহ উ-দ্ধা-র করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটার দিকে ঘুমধুমের টিভি টাওয়ার রাবার বাগানে ঝুলন্ত  অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা,পরে পুলিশে খবর দিলে, ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার  করে।

নিহত আব্দুল শুক্কুর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ২–ইস্টের ডি–৪ ব্লকের বাসিন্দা সায়েদ আলমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুল হক জানান, মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে,এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে।

ওসি আরো বলেন, “প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

মোঃ শহীদুল ইসলাম/এসএমডব্লিউ