সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) বিকেল ৪টার দিকে তারালী ইউনিয়নের বয়েরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন বয়েরা গ্রামের মৃত. আরশাদ আলী সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৭৫) ও ছেলে রোকন সরদার (৪২)।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ভেজা কাপড় রোদে দিচ্ছিলেন মরিয়ম বেগম। এ সময় বাড়ির বিদ্যুতের তার থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তিন ছেলে মাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় মায়ের সঙ্গে ছেলে রোকন সরদার নিহত হয়। বাকি দুই ছেলে সেলিম সরদার ও কালাম সরদার আহত হয়েছে।
তারালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, এক পরিবারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও এক ছেলে নিহত হয়েছে। বাকি দুই ছেলে আহত। ঘটনাটি খুব দুঃখজনক। ভেজা কাপড় রোদে দেওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে।
বিজ্ঞাপন
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। ঘটনাস্থলে থানা পুলিশের সদস্যকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।
আকরামুল ইসলাম/এনএ