কুমিল্লা-৬ (সদর, সিটি করপোরেশন, সেনানিবাস ও সদর দক্ষিণ উপজেলা) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর-রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দেওয়ায় তার অনুসারীরা বিক্ষোভ করেছেন।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে আগুন জ্বালিয়ে এ বিক্ষোভ শুরু হয়।

এসময় নগরীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে পূবালী চত্বরে জড়ো হন। প্রায় আধঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ।

পূবালী চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভকারীরা দিতে থাকেন নানা স্লোগান। তাদের মুখে শোনা যায়- টাকা লাগলে টাকা নে, ইয়াছিন ভাইরে মনোনয়ন দে, রক্ত লাগলে রক্ত নে, ইয়াছিন ভাইরে মনোনয়ন দে, আন্দোলনে ইয়াছিন ভাই, সংগ্রামে ইয়াছিন ভাই। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে নগরীর প্রাণকেন্দ্রে।

প্রসঙ্গত, কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক সিটি মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কুসহ তিন হেভিওয়েট প্রার্থী। এ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

আরিফ আজগর/এমএসএ