বরগুনার ২ আসনে বিএনপির প্রার্থী যারা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এতে বরগুনা-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং বরগুনা-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ মো. নুরুল ইসলাম মনিকে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম ঘোষণা করেন।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনায় দুটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে (বরগুনা সদর, আমতলী ও তালতলী) উপজেলা নিয়ে বরগুনা-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং (বামনা বেতাগী ও পাথরঘাটা) উপজেলা নিয়ে বরগুনা-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মো. নুরুল ইসলাম মনি ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। প্রার্থী ঘোষণার পরপরই বরগুনায় আনন্দ প্রকাশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। সবারই প্রত্যাশা বরগুনার এ দুটি আসন থেকেই জনগণের বিপুল ভোটে বিজয়ী হবেন দলীয় মনোনয়ন প্রাপ্ত তারা।
বিজ্ঞাপন
বরগুনা-১ আসনে থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী মনোনীত হয়ে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, উন্নয়নকে অব্যাহত রাখতে বিএনপির সঙ্গে থেকে ঐক্যবদ্ধ রয়েছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তাকে আমরা সহযোগিতা করতে চাই। সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে বরগুনা গড়বো। এ ছাড়া, বরগুনায় কোনো চাঁদাবাজি ও মাদক থাকবে না। দলীয় কোনো কোন্দল থাকবে না, এমন একটি সমাজ ব্যবস্থা আগামীতে আমরা গড়ে তুলতে চাই বলেও জানান তিনি।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরগুনার দুটি আসনসহ ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মো. আব্দুল আলীম/এএমকে