আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মাগুরা-১ (সদর - শ্রীপুর) আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান, মাগুরা-২ (সদর আংশিক, মহম্মদপুর-শালিখা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

কেন্দ্র ঘোষিত মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা শুভেচ্ছা জানাচ্ছেন।

তাছিন জামান/এএমকে