জামায়াত নেতা ডা. তাহেরের প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির নতুন মুখ কামরুল
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনটি জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এই আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক কামরুল হুদাকে।
গতকাল সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
অভিজ্ঞ ডা. তাহেরের মুখোমুখি লড়াইয়ে বিএনপির নতুন মুখ কামরুল হুদার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। তবে ২০০১ সালে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে প্রার্থী হয়ে ৬৬ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
অপরদিকে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা নির্বাচনের মাঠে নতুন মুখ হিসেবে আবির্ভূত হলেও তিনি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয়। চৌদ্দগ্রামের আলোচিত পেট্রোল বোমায় ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় আসামি হয়ে দীর্ঘদিন জেল খাটেন এই বিএনপি নেতা। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রয়াত সাবেক মন্ত্রী এমকে আনোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীসহ হেভিওয়েট নেতারা আসামি ছিলেন।
বিজ্ঞাপন
আরিফ আজগর/আরএআর