নারায়ণগঞ্জে নিষিদ্ধ ও ভেজাল রঙ ফর্সাকারী ক্রিম বিক্রয়ের অভিযোগে ‘উজ্জ্বল কসমেটিকস’ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানা সংলগ্ন আল জয়নাল প্লাজায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে আমদানিকারকের স্টিকারবিহীন, নকল ও অনুমোদনহীন রঙ ফর্সাকারী ক্রিম Goree, Chadni, Due সহ বিভিন্ন কসমেটিকস পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এসব রঙ ফর্সাকারী ক্রিম আইনগতভাবে নিষিদ্ধ এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো ব্যবহারে ত্বকের মারাত্মক ক্ষতি, এমনকি জীবনহানির ঝুঁকিও থাকে।

অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বর্মন। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ‘উজ্জ্বল কসমেটিকস’ কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নকল ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মো. মীমরাজ হোসেন/এমএন