নড়াইল সদর হাসপাতালে দায়িত্ব পালন করার সময় ছাদের পলেস্তরা খসে ডা. সুতপা সাহা নামে এক চিকিৎসক আহত হয়েছেন। এ ঘটনায় তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। সোমবার (২১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে ডা. সুতপা সাহা গ্রাউন্ডফোরের ১১০ নম্বর কক্ষে আউটডোরের গাইনি রোগী দেখছিলেন। হঠাৎ করে ছাদ থেকে এক খণ্ড পলেস্তারা পড়ে তার মাথা ফেটে যায়। এ সময় তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু বলেন, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত। হাসপাতালটি পুরোনো হওয়ায় মাঝেমধ্যে পলেস্তারা খসে পড়ে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে বিভিন্ন সময় জানানো হয়েছে।

প্রসঙ্গত, নড়াইল সদর হ্সাপাতালের বর্তমান ভবন ১৯৮৫ সালে নির্মিত হয়। নিম্নমানের কাজের কারণে ২০ বছর যেতে না যেতেই এ ভবনের পলেস্তারা খসে খসে পড়তে শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মাঝেমধ্যেই হাসপাতালের বিভিন্ন কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে। তবে আহত হওয়ার ঘটনা এবারই প্রথম ঘটল।

এসপি