লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সব কয়টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয় পেয়েছেন। সোমবার (২১ জুন) ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ করা হয়। রাত সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন। 

বিজয়ীরা হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে মির্জা আশরাফুর জামান রাসেল, হাজীরহাটে নিজাম উদ্দিন, চরফলকনে মোশারফ হোসেন বাঘা, রামগতি উপজেলার চরবাদামে শাখাওয়াত হোসেন জসিম, চরপোড়াগাছায় নুরুল আমিন ও চররমিজে মুজাহিদুল ইসলাম শিপন।

প্রসঙ্গত, একই সময় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে উপনির্বাচন হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়িজ উল্যাহ শিপন প্রতিদ্বদ্বিতা করেন। বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী নয়ন বিজয়ী হয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী শিপন জামানত হারিয়েছেন। 

হাসান মাহমুদ শাকিল/আরএআর