ঝালকাঠিতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে
ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক দুলাল শরীফকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে সকালে নলছিটি পৌরসভার মালিপুর এলাকার নিজ বাসা থেকে দুলাল শরীফকে গ্রেপ্তার করে পুলিশ।
নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী জানান, রাজনৈতিক মামলার অভিযোগে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
থানা সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি দায়ের করা মামলায় (মামলা নং-১২, জি.আর ২৫/২০২৫) দুলাল শরীফকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর নলছিটি শহরের সোনালী ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় দোকান মালিক আজমল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় দুলাল শরীফের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, দুলাল শরীফকে আটক করে আদালতে প্রেরণ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
দুলাল শরীফ একসময় নলছিটি উপজেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন এবং পরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
মো. শাহীন আলম/এমএন