ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৪৬ নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৪৬ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় ১১ হাজার ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার করোনা শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৫৭ ভাগ। সে হিসেবে শনাক্তের হার এক দিনের ব্যবধানে হ্রাস পেয়েছে ৩ দশমিক ২২ শতাংশ। তবে শনিবার শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে সোমবার (২১ জুন) পর্যন্ত ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় দুইজন এবং উপসর্গে  দুইজন মারা গেছেন।

করোনায় মারা গেছেন ভাঙ্গার উপজেলার আজিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন (৫৮) ও বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা এলাকার গৃহবধূ নাজমা সুলতানা (৫০)।

এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ৭৮ জন। তবে আশেপাশের জেলাসহ ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে এ পর্যন্ত মারা গেছেন ২০১ জন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার (২১ জুন) ১০৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে এবং ৯৩ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এসপি