রূপগঞ্জের ঘরে ঘরে আলো জ্বালাবো : দিপু
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রুপগঞ্জে বিশাল র্যালি করেছে বিএনপি। শনিবার (৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নেতৃত্বে উপজেলার ভুলতা আল্লাহর দান আড়ত মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে গোলাকান্দাইল চত্বর প্রদক্ষিণ করে।
দুই লাখ নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে ‘জিয়া পরিবারের সৈনিক আমরা—তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ’ স্লোগানে।
বিজ্ঞাপন
ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
তিনি বলেন, রূপগঞ্জের ঘরে ঘরে আলো জ্বালাবো। গত ১৭ বছর রূপগঞ্জের রূপ ছিল না, সেই রূপ আমরা ফিরিয়ে আনবো। আমার দলের নেতাকর্মীরা অনেক নির্যাতন সহ্য করেছে, কেউ কেউ প্রাণ দিয়েছে। দেশনায়ক তারেক রহমান রূপগঞ্জ আসন আমাদের উপহার দিয়েছেন— আমরা সারাদেশের মধ্যে সর্বাধিক ভোটে জয়লাভ করে সেই আসন আবার তাকে উপহার দেব।
বিজ্ঞাপন
মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জ হবে পরিবর্তনের সূতিকাগার। এখান থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু হবে। মানুষ আজ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের নেতৃত্ব দেব।
তিনি বলেন, রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিএনপির বার্তা। জনগণের পাশে থেকে আমরা রূপগঞ্জের হারানো মর্যাদা ও উন্নয়ন ফিরিয়ে আনব।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, আব্দুল আজিজ মাস্টার, নুরুন্নবী ভূইয়া, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, গোলজার হোসেন ও আলমগীর হোসেন টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান সৈকত/আরএআর