চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) বিকেলে উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রামের বকুলতলার মোড়ে ছুটু বিশ্বাসের আম বাগান থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ছুটু বিশ্বাসের আম বাগানে সিমু (১২) এবং সাদিয়া (৮) নামে দুইজন খেলা করছিল। খেলার ছলে তারা একটি আম গাছের গোড়ায় মাটি খুঁড়তে থাকে। এ সময় তারা লোহা সদৃশ বস্তু দেখতে পায়। তারা কৌতূহলবশত আরও মাটি খুঁড়তে থাকে। গুলি দেখে তারা স্থানীয়দের দেখায়। পরে স্থানীয়রা জীবননগর থানাধীন হাসাদাহ পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

হাসাদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রকি মন্ডল বলেন, গ্রামের দুই শিশু খেলতে গিয়ে মাটি খোঁড়ার সময় একটি পলিথিনে পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউন্ড গুলি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমি ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করি। গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের।

তিনি আরও বলেন, গুলিগুলো অনেক পুরোনো। স্থানীয়দের ধারণা, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের। পরে গুলিগুলো জীবননগর থানায় জমা করা হয়।

আফজালুল হক/এসপি