দৃষ্টিহীন জহুরুল, নিখুঁতভাবে মেরামত করেন সাইকেল-ভ্যান-শ্যালো ইঞ্জিন
চোখে দেখতে পান না তিনি। কিন্তু যন্ত্রের ভেতরে কোথায় ত্রুটি, কোন নাট খুলতে হবে, কোন রেঞ্চ লাগবে, সবকিছুই বুঝতে পারেন হাতের ছোঁয়ায়। যেন চোখ নয়, যন্ত্রটা অনুভব করেন অন্তর দিয়ে। একবার হাত বুলিয়েই বলে দেন সমস্যার কথা।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বুড়োপাড়ার সেই বিস্ময় মানুষটির নাম জহুরুল ইসলাম মঙ্গল। বয়স ষাট বা তার বেশি। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী জহুরুল ইসলাম মঙ্গল। আগে কিছুটা দেখতে পেলেও ধীরে ধীরে একবারে নিভে গেছে তার চোখের দৃষ্টি। তবে তার হাতে যেন অলৌকিক ক্ষমতা রয়েছে। যিনি এক দশক সময় ধরে সাইকেল, ভ্যান, শ্যালো ইঞ্জিন থেকে শুরু করে টিউবওয়েল পর্যন্ত মেরামত করছেন নিখুঁত দক্ষতায়।
বিজ্ঞাপন
জহুরুল ইসলাম মঙ্গল ঢাকা পোস্টকে বলেন, আমার কাজের একমাত্র প্রশংসার দাবিদার আল্লাহ। বাকিটুকু আমার স্মৃতি ও অভ্যাসের ফল। আমার হাত আর মন একত্রে কাজ করে। কখন কোন নাট বা স্ক্রু কোথায় লাগবে, সেটা আমার হাতই বলে দেয়। কোন মডেলের রেঞ্চ লাগবে বা নাট কোথায় যাবে, হাতে নিলেই বুঝতে পারি। কারও কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না।
বিজ্ঞাপন
তিনি জানান, মাত্র ৭ বছর বয়স থেকেই তার সাইকেল ও ভ্যানের প্রতি প্রবল আকর্ষণ ছিল। সেই শখ থেকেই চুয়াডাঙ্গার স্থানীয় “আর.কে সাইকেল স্টোর”-এর এক মিস্ত্রির কাছ থেকে সাইকেল ঠিক করার কাজ শেখেন। ১৯৮৪ সালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গেটের কাছে কাজ শুরু করেন তিনি। ছয় বছর পর, ১৯৯০ সালে নিজ বাড়িতে ফিরে আসেন এবং ক্রমে শ্যালো ইঞ্জিন, পাওয়ারট্রলি ও অন্যান্য যান্ত্রিক যন্ত্রপাতি সারাইয়ের দক্ষতা অর্জন করেন। তিনি ২০০৪ সাল থেকে নিজ গ্রামে দোকান চালাচ্ছেন।
জহুরুল ইসলাম মঙ্গল বলেন, চোখে না দেখেও কাজ করতে পারি। এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না। মানুষের দুটি চোখ, একটি বাইরের, আরেকটি অন্তরের। আমার বাইরের চোখ নেই, তাই অন্তরের চোখ দিয়েই দেখি। যাদের বাইরের চোখ আছে, তারা অনেক সময় অন্তরের চোখ কাজে লাগায় না।
তিনি আরও বলেন, আমি কোথায় কী রাখি, সেটা আমার মনে গেঁথে থাকে। অন্য কেউ কিছু সরালে সেটা বুঝতে পারি। তবে কোনো যন্ত্রাংশ হাত থেকে ছিটকে পড়লে অন্যের সাহায্য লাগে, বাকি কাজ আমি একাই করি। দোকানের প্রতিটি মালামাল আমার নখদর্পণে। মানুষ যা চায়, আমি ঠিক সেটিই বের করে দিতে পারি।
শনিবার (৯ নভেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, বুড়োপাড়া গ্রামের তাইজেল শেখ তার সাইকেলের সমস্যা নিয়ে দোকানে আসেন। তার শ্যালো ইঞ্জিন নষ্ট ছিল। পরে মঙ্গল মেশিনটির হ্যান্ডেল ঘোরানোর সঙ্গে সঙ্গে স্ক্রটি ধরে ফেললেন এবং দ্রুত মেরামত করে দিলেন। এছাড়া তিনি কিছুক্ষণ পর গ্রামের আরেকজনের বাড়িতে টিউবওয়েল মেরামত করতেও দেখা যায়। তাও অন্যের সহযোগিতা ছাড়াই।
বুড়োপাড়ার বাসিন্দা তাইজাল শেখ বলেন, আমি ৪০ বছর ধরে শ্যালো ইঞ্জিনে ক্ষেতে পানি দিই। কিন্তু আজও একটি নাট খুলতে পারি না। আল্লাহপাক তাকে এমন ক্ষমতা দিয়েছেন যে, না দেখেই মেশিন ঠিক করে দেন। হঠাৎ আমার মেশিন নষ্ট হয়ে যায়। মঙ্গলের কাছে সাইকেল নিয়ে আসি। সঙ্গে সঙ্গেই মেশিনটা ঠিক করে দিয়েছেন। তিনি কিভাবে করেন, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন।
জহুরুল ইসলাম মঙ্গল বলেন, এই কাজ করেই তার সংসার চলে। ছেলে-মেয়ে সবাই বিবাহিত, তাদের আলাদা সংসার। বাইরের কোনো উৎস থেকে সহযোগিতা নেই। ছেলে-মেয়েদের কাছ থেকেও কিছু চাই না। জনগণ এখনো আমাকে কাজের সুযোগ দিচ্ছে, তাই কাজ করছি। যতদিন বেঁচে থাকব, ততদিন তাদের সেবা করতে চাই। বয়স বাড়ছে, তাই জানি একসময় আর পারব না। এই কাজ আর আল্লাহর গুণগাণ করেই বাকিটা জীবন কাটাতে চাই।
তবে সমাজে প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে আক্ষেপ করে বলেন, আমি প্রতিবন্ধী, সবাই যে আমাকে ভালোবাসবে এমন নয়। অনেকে আমাদের মতো মানুষদের অবহেলা করে। কিন্তু আমাদেরও মন আছে। অবহেলা না করলে ভালো হয়।
গ্রামের মোহাম্মদ মাহবুবুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, চোখে না দেখেও তিনি নিখুঁতভাবে কাজ করেন। অন্যের সাহায্য ছাড়াই যন্ত্রাংশ খুলে সুন্দরভাবে সার্ভিসিং করেন। শুধু হ্যান্ডেল ঘুরালেই বলে দিতে পারেন কোথায় সমস্যা। টিউবওয়েল বসানো থেকে শুরু করে সাইকেল-ভ্যান মেরামত সব কাজই তার হাতের জাদুতে হয়। আগে তিনি কিছুটা দেখতে পারতেন, কিন্তু প্রায় ১০ বছর ধরে পুরোপুরি দৃষ্টি হারিয়েছেন। তখন যদি আর্থিক সহযোগিতা পেতেন, হয়তো দৃষ্টি ফিরে পেতেন। কিন্তু আজ পর্যন্ত তিনি কোনো সরকারি সহযোগিতা পাননি।
স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, তিনি কোনো ইঞ্জিনের সব যন্ত্রাংশ খুলে ফেললেও, না দেখেই আবার ঠিক আগের মতো সেট করে দিতে পারেন। কোনো সহযোগিতা দরকার হয় না তার। ১০ বছর ধরে তিনি পুরোপুরি অন্ধ, তবে অভিজ্ঞতার জেরে কাজ চালিয়ে যাচ্ছেন।
গ্রামের আরেকজন বাসিন্দা খোকন ঢাকা পোস্টকে বলেন, আমরা তার কাছেই শ্যালো বা পাওয়ার ট্রলির ইঞ্জিন মেরামত করি। চোখে না দেখেও তিনি নিখুঁতভাবে কাজ করেন। হাতের ছোঁয়ায় বুঝে ফেলেন সমস্যা কোথায়। কাজের মান ভালো, অভিজ্ঞতাও অনেক। আমরা সবাই তার কাজে সন্তুষ্ট।
আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনাজ উদ্দীন বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, জহুরুল ইসলাম মঙ্গল একজন দক্ষ মিস্ত্রী হিসেবে পরিচিত। আগে তিনি দেখতে পেতেন। এখন পুরোপুরি দৃষ্টি শক্তি হারিয়ে ফেললেও হাতের ছোঁয়ায় তিনি সব কাজ করেন। টিউবওয়েলের পাইপ পোতা, সাইকেল, ভ্যান, শ্যালো ইঞ্জিনের সব কাজ তিনি করেন। তিনি সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পান।
আফজালুল হক/আরকে