নাশকতা রোধে আমিন বাজারে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট
আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর প্রবেশ পথ সাভারের আমিন বাজারে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এসময় নাশকতা রোধে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ যাত্রীবাহী বাসের যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে ঢাকামুখি লেনে এ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে সাভার মডেল থানার পুলিশ।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের চলাচল কম রয়েছে। তবে ব্যক্তিগত যানবাহন ও লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুরের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের ঢাকামুখি লেনে যানবাহনে তল্লাশি করছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, আগামীকালের লকডাউনকে সামনে রেখে মানুষের জান মালের নিরাপত্তা রক্ষায় আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে। এসময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র চেক করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। জনগণের স্বার্থে সড়কে তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এমএএস
বিজ্ঞাপন