ভোলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, বিকেলে আমি মোবাইল ডিউটিতে ছিলাম। সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পলিটেকনিকের ছাত্ররা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় এনেছি, তার আনুমানিক বয়স ৬০ বছর। এখনো তার পরিচয় মেলেনি।
শুক্রবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
মো. খাইরুল ইসলাম/এমজে