পিরোজপুর সদর হাসপাতাল

সারাদেশের ন্যায় পিরোজপুরেও বেড়ে চলছে করোনা রোগীর সংখ্যা। জেলার ৭টি উপজেলায় প্রতি দিনই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। করোনায় আক্রান্তের হার গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০ দশমিক ৭৬ শতাংশ হলেও রোগীদের ঠাঁই হচ্ছে না করোনা ওয়ার্ডেও।

মঙ্গলবার (২২ জুন) পিরোজপুর জেলা হাসপাতালে করোনায় পজিটিভ হয়েছেন ৩ জন। কয়েক দিনে আরও ৭ জন নিয়ে মোট ১০ জন পজিটিভ রোগী এবং উপসর্গ নিয়ে আইসোলেশনে ৫ জন ভর্তি রয়েছেন।

সোমবার (২১ জুন) পুরোনো ও নতুন রোগীর ১১৭ স্যাম্পল পরীক্ষা করে ৩৬ জনের পজিটিভ পাওয়া গেছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত জেলায় আমরা ৯ হাজার ২৬৮ স্যাম্পল পরীক্ষা করে ১ হাজার ৮৯০ জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৬২৬ জন সুস্থ হয়েছেন এবং ৩২ জন আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলাতে ২৩২ জন করোনায় আক্রান্ত রয়েছেন।

আবীর হাসান/এমএসআর