পিরোজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতের কোনো এক সময় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ধারণা করা হচ্ছে- দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পিরোজপুরের জুলাইযোদ্ধা তাহমিদ আল নাসিব বলেন, গত রাতে আমাদের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর লোকজন পুড়িয়ে দিয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর শাস্তির ব্যবস্থা করতে হবে।

‎পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

‎এ ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করে বিএনপি, জামায়াত, ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

‎শাফিউল মিল্লাত/আরএআর