দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৮৫ জন শিক্ষার্থী। নতুনভাবে জিপিএ-৫ পেয়েছেন আরও ৩৪ জন পরীক্ষার্থী।

রোববার (১৬ নভেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত ফলাফলে দেখা গেছে, ফল পরিবর্তন হয়েছে মোট ৪০২টি। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ৩৪ জন জিপিএ-৫ পেয়েছেন। সেইসঙ্গে ৮৫ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন। মোট আবেদন পড়েছিল ৭১ হাজার ৭৬০টি, আবেদনকারীর সংখ্যা ছিল ২২ হাজার ১৪৪ জন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়েছে। এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট-এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয় ১৬ অক্টোবর।

প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ। ২০২৪ সালে এখানে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭.৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২৭ দশমিক ০৭ শতাংশ।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে