চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় রাজশাহীতে মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মিষ্টি বিতরণ করা হয়। 

এ সময় রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। এ রায় দ্রুত কার্যকরের দাবি জানাই। আমরা চাই আসামিদের দেশে ফিরিয়ে দ্রুত এ রায় কার্যকর করতে হবে। রায় কার্যকরের দাবিতে আমরা মাঠে থাকবো এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।

এ সময় এনসিপির নগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারাও এ রায় এর সন্তোষ প্রকাশ করেন।

এদিকে রায়কে কেন্দ্র করে রাজশাহীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে দেখা গেছে। 

শাহিনুল আশিক/আরএআর