সড়ক দুর্ঘটনায় আহত মায়ের রক্তাক্ত শরীর দেখে এক ছেলে হার্ট অ্যাটাকে মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহত সীমা ধর যশোর শহরের বেজপাড়া বনানী রোড এলাকার অজিত ধরের স্ত্রী। তাকে হাসপাতালে দেখতে এসে ছেলে পলাশ ধর (৪৫) হার্ট অ্যাটাক করেন।

সীমা ধরের ভাই নিমাই ধর জানান, তার বোন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী। সোমবার বিকেলে বোন সীমা সিএনজিতে করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার চুড়ামনকাটি বাজারের অদূরে একটি অ্যাম্বুলেন্সের সাথে সিএনজির ধাক্কা লাগে। সিএনজির পেছনে বসা সীমা ধর পড়ে গিয়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। মায়ের দুর্ঘটনার সংবাদ পেয়ে ছেলে পলাশ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে যান। মায়ের শরীরের রক্ত দেখে তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে মহিলা সার্জারি ওয়ার্ডের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে যায়।

জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার হাসিব আল হাসান বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে পলাশ হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি।

রেজওয়ান বাপ্পী/আরএআর