যশোরে গত ২৪ ঘণ্টায় ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। যার একজনের বাড়ি ঝিনাইদহ জেলায়। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন। তারা সবাই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।

বুধবার (২৩ জুন) শনাক্তের হার ৩৫ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান।

তিনি জানান, বুধবার করোনায় ১২১ জন শনাক্ত হয়েছেন। হাসপাতালে মারা গেছেন ২ জন। একজন যশোরের মনিরামপুরের এবং অপরজনের বাড়ি ঝিনাইদহে।

এ ছাড়া যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৫৩ জন। করোনা সংক্রমণের হার ঊধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও ৭ দিন।

তিনি আরও জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ এলাকাভিত্তিক থেকে জেলাজুড়ে সম্প্রসারণ করা হয়েছে, যা কার্যকর করতে এবার আরও কঠোর হবে প্রশাসন। ওষুধের দোকান ছাড়া সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। এ ছাড়া পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে।

জাহিদ হাসান/এনএ